skip to content
Monday, July 1, 2024

skip to content
HomeকলকাতাTripura TMC: ত্রিপুরায় আক্রান্ত তৃণমূল কর্মীর মৃত্যু, দেহ নিয়ে আগরতলায় যাচ্ছেন ব্রাত্য-শান্তনু

Tripura TMC: ত্রিপুরায় আক্রান্ত তৃণমূল কর্মীর মৃত্যু, দেহ নিয়ে আগরতলায় যাচ্ছেন ব্রাত্য-শান্তনু

Follow Us :

কলকাতা: ত্রিপুরায় (Tripura TMC supporter) বিজেপির হাতে আক্রান্ত তৃণমূল কর্মীর মৃত্যু (TMC supporter died) হল কলকাতায় (SSKM)। মাজিবুর ইসলাম মজুমদার (Majibur Islam Majumder) নামে ওই তৃণমূল কর্মী এসএসকেএম হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। বুধবার সকালে তিনি মারা যান। মাজিবুরের দেহ নিয়ে আগামিকাল বৃহস্পতিবার আগরতলায় যাচ্ছেন বাংলার শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু এবং রাজ্যসভার সাংসদ শান্তনু সেন।

গত ১ জানুয়ারি তৃণমূলের প্রতিষ্ঠা দিবসের দিন আগরতলায় আক্রান্ত হন মাজিবুর। অভিযোগ, বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা তাঁকে বেধড়ক মারধর করে। গুরুতর জখম অবস্থায় ওই তৃণমূল কর্মীকে কলকাতায় নিয়ে আসা হয়। এসএসকেএম হাসপাতালে তাঁর চিকিৎসা চলছিল। বুধবার তৃণমূল বিষয়টি নিয়ে টুইট করেন। তাতে ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেবকে উদ্দেশ্য করে লেখা হয়েছে, ‘মাজিবুর রহমানকে মনে রাখবেন। ওঁর রক্ত আপনার হাতে লেগে রয়েছে। তৃণমূলের প্রতিষ্ঠা দিবসের মধ্যেই বিজেপির গুন্ডারা মাজিবুরের উপর হামলা চালায়। মাজিবুর আজ মারা গিয়েছেন।’

ব্রাত্য বসু বলেন, ‘মাজিবুরের দেহ নিয়ে আমরা কাল আগরতলায় যাচ্ছি। ওঁর দেহ পরিবারের হাতে তুলে দেব। দলের তরফ থেকে পরিবারকে আর্থিক সাহায্যও করা হবে।’  

RELATED ARTICLES

Most Popular